মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সূচকের সাথে কমেছে লেনদেনও

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ জুন, ২০২২, ১২:০১ এএম

সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন হয়েছে। দিনভর সূচকের ওঠানামা শেষে গতকাল রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে গত বৃহস্পতিবার উত্থানের পর গতকাল পুঁজিবাজারে দরপতন হলো।
ডিএসইর তথ্য মতে, ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ২০ কোটি ৮২ লাখ ১০ হাজার ৮১৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৬২টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৮২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৯ দশমিক ২৬ পয়েন্ট কমে ৬ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে ২ পয়েন্ট।
ডিএসইতে ৮৯৫ কোটি ৭৮ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬ কোটি ৬৩ লাখ ২২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। এরপর যথাক্রমে রয়েছে শাইনপুকুর সিরামিক, সাইফ পাওয়ার, আরএকে সিরামিক, ফুয়াং ফুড, সিনোবাংলা, ইস্টার্ন হাউজিং, মুন্নু ফেব্রিকস, এমারেল্ড অয়েল এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ার।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারটিতে ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ১৯ টাকা। এর একদিন আগে লেনদেন হয়েছিল ৮৭ কোটি ৩৩ লাখ ৩২ হাজার ৬৫৫ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন