বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এলভিসের গান গেয়ে পুরস্কার জেতার সুযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১০:২৬ এএম

রক এন রোলের রাজা খ্যাত কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘এলভিস’। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ সিনেমা। সিনেমাটির প্রচারে বেশ চমৎকার এক উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় সিনেমা থিয়েটার প্রতিষ্ঠানটি।

 

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, নিজের কণ্ঠে এলভিস প্রিসলির যে কোন একটি গান ১ মিনিট কাভার করে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম-এ #StarCineplex এবং #ElvisBD হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে। সেখান থেকে পোস্টের এনগেজমেন্ট এবং বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ী পাবেন একটি 'ইয়ামাহা প্যাসিফিকা গিটার'। এ ছাড়া সেরা পাঁচজন পাবেন আকর্ষণীয় পুরস্কার। ৩০ জুন পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।

 

বাজ লারম্যান পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার। এলভিসের সংগীত জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন তার ম্যানেজার টম পার্কার। এই টম পর্কারের কথা ধরেই এগিয়ে যাবে সিনেমা। এই চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। এলভিসের স্ত্রী প্রিসিলা প্রিসলি হিসেবে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলিভিয়া ডিজঞ্জ।

 

‘এলভিস’ সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তার অভূতপূর্ব খ্যাতি পাওয়া। রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তার ২০ বছরের জটিল সম্পর্কের আয়না দিয়ে দেখা হয়েছে এসব। সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এলভিসের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি প্রিসিলা প্রিসলি।

 

এদিকে এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের হৃদয় জয় করেছে ‘এলভিস’। গত ২৫ মে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান কলাকুশলীদের। 

এলভিসের গান গেয়ে পুরস্কার জেতার সুযোগ

বিনোদন ডেস্কঃ রক এন রোলের রাজা খ্যাত কিংবদন্তি ব্রিটিশ সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘এলভিস’। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ জুন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সিনেমাটি মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এ সিনেমা। সিনেমাটির প্রচারে বেশ চমৎকার এক উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় সিনেমা থিয়েটার প্রতিষ্ঠানটি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, নিজের কণ্ঠে এলভিস প্রিসলির যে কোন একটি গান ১ মিনিট কাভার করে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম-এ #StarCineplex এবং #ElvisBD হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে হবে। সেখান থেকে পোস্টের এনগেজমেন্ট এবং বিচারকদের রায়ের ভিত্তিতে বিজয়ী পাবেন একটি 'ইয়ামাহা প্যাসিফিকা গিটার'। এ ছাড়া সেরা পাঁচজন পাবেন আকর্ষণীয় পুরস্কার। ৩০ জুন পর্যন্ত এই অফার কার্যকর থাকবে।

বাজ লারম্যান পরিচালিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার। এলভিসের সংগীত জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিটি হলেন তার ম্যানেজার টম পার্কার। এই টম পর্কারের কথা ধরেই এগিয়ে যাবে সিনেমা। এই চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। এলভিসের স্ত্রী প্রিসিলা প্রিসলি হিসেবে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ান তারকা অলিভিয়া ডিজঞ্জ।

‘এলভিস’ সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তার অভূতপূর্ব খ্যাতি পাওয়া। রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তার ২০ বছরের জটিল সম্পর্কের আয়না দিয়ে দেখা হয়েছে এসব। সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এলভিসের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি প্রিসিলা প্রিসলি।

এদিকে এবারের কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের হৃদয় জয় করেছে ‘এলভিস’। গত ২৫ মে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। প্রদর্শনী শেষে অতিথি ও দর্শকরা টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান কলাকুশলীদের। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন