শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর নিম্নাঞ্চল পরিদর্শন

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০১ এএম

নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে কুমিল্লার দাউদকান্দিতে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে গোমতী নদী বেষ্টিত নিম্নাঞ্চল পরিদর্শন করেছেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান। সাথে ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি প্যানেল মেয়র রকিব উদ্দিন, চেয়ারম্যান নোমান সরকার, চেয়ারম্যান লোকমান মিয়া। গত সোমবার দুপুরে দাউদকান্দি পুরানো ফেরিঘাট থেকে স্পিডবোটে গৌরীপুর, পাঁচগাছিয়া ও শ্রীরায়ের পর্যন্ত যান তারা। এসময় গোমতী নদীর পানি বৃদ্ধি পেলে নদীর তীরবর্তী কোন কোন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে তারা চিহ্নিত করেন। পরিদর্শনকালে উপজেলার সব ইউনিয়নের দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রগুলোকে পরিষ্কার করে প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন