বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কর্নাটকে পিইউ পরীক্ষায় হিজাব পরিহিতা ছাত্রীর অভাবনীয় সাফল্য

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১০:৪০ এএম

ভারতের কর্নাটকে দ্বিতীয় বর্ষের প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইলহাম খাতুন নামের একজন হিজাব পরিহিতা ছাত্রী।

ইলহাম খাতুন বিজ্ঞান শাখায় ৬০০ নম্বরের মধ্যে মোট ৫৯৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি বেঙ্গালুরুর সেন্ট অ্যালোসিয়াস পিইউ কলেজের ছাত্রী। তিনি ক্লিনিক্যাল সাইকোলজি পড়তে চান।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইলহাম বলেন, দশম শ্রেণি থেকেই আমি মনোবিজ্ঞানের প্রতি আগ্রহী। আমি ক্লিনিকাল সাইকোলজিতে ক্যারিয়ার গড়তে চাই।

বিজ্ঞান শাখায় ৫৯৮ নম্বর নিয়ে শীর্ষে রয়েছেন বেঙ্গালুরুর সিমরান রাও। শনিবার ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬১.৯ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

কর্নাটকের কালবুর্গি উত্তর আসনের বিধায়ক কানিজ ফাতিমা ইলহামকে অভিনন্দন জানিয়ে একটি টুইট করেছেন। তিনি লিখেছেন, শিক্ষার জন্য হিজাব কোনো বাধা নয়। কর্ণাটক রাজ্য প্রাক-বিশ্ববিদ্যালয় পরীক্ষায় ২য় স্থান অর্জনের জন্য ইলহামকে অভিনন্দন। সূত্র : মুম্বাই উর্দু নিউজ ও আওয়াজ দ্য ভয়েস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD. gOLAM kIBRIA ২২ জুন, ২০২২, ১:১৩ পিএম says : 0
Alhamdulillah
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন