বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সুপ্রিম কোর্ট খালাস দিলেন দুই আসামিকে

কনডেম সেলে দেড় দশক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১২:০৭ এএম

দেড় দশক ধরে (১৫ বছর) কনডেম সেলে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্ট। খালাসপ্রাপ্তরা হলেন, মো. ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি তরিকুল ইসলামকে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে আপিল বিভাগ তাদের দ্রুত কনডেম সেল থেকে মুক্তির নির্দেশ দেন।

গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড.মোহাম্মদ বশিরউল্যাহ।
প্রসঙ্গত: ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল,সোনাদি ও তরিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। ডেথ রেফারেন্স এবং আসামিপক্ষের আপিল শুনানি শেষে হাইকোর্টও ওই সাজা বহাল রাখেন। হাইকোর্টের এ রায় বাতিল করে গত উপরোক্ত রায় দিলেন আপিল বিভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন