বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মহানবী (স.) কে নিয়ে বিতর্কের মধ্যেই আবুধাবি যাচ্ছেন মোদি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ১০:৫৮ এএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় নূপুর শর্মা সম্পর্কে একযোগে নিন্দায় মুখর হয়েছিল ইসলামিক দেশগুলো। তবে অন্যদের মতো বিবৃতি দিয়ে ঘটনাটির সমালোচনা করলেও ভারতীয় দূতকে ডেকে পাঠায়নি আবুধাবি। এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (২৪ জুন) আনন্দবাজার জানায়, ২৬ থেকে ২৮ জুনের সফরে মোদি প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন। সেখান থেকে যাবেন আবুধাবি।

গত মাসে মারা যায় আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। নতুন রাজা হন প্রয়াত শাসকের সৎভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শেখ খলিফার মৃত্যুতে শোক জ্ঞাপন করতে এবং নতুন রাজাকে শুভেচ্ছা জানাতে বিদেশ সফরের শেষ দিন অর্থাৎ ২৮ জুন আবুধাবি যাবেন মোদি। সেই রাতেই তিনি ফিরে আসবেন ভারতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন