বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হায়দারের প্যানেল পরিচিতি শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ৫:৫৮ পিএম

‘টেনিস বাঁচাও’- স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ টেনিস ফেডারেশনের নির্বাচনে নেমেছে সম্মিলিত পরিষদ। ২৫টি পদের সবগুলোতেই প্রার্থী দিয়েছে এই পরিষদ। রোববার নির্বাচন হলেও ইতোমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাইদ মোহাম্মদ হায়দার। এছাড়া যুগ্ম-সম্পাদক পদে দু’জনও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার সহ-সভাপতি, কোষাধ্যক্ষ ও সদস্য পদে ভোটযুদ্ধ হবে। নির্বাচনকে সামনে রেখে শনিবার মতিঝিলস্থ হোটেল পূর্বানীতে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান হবে। তবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে না সম্মিলিত পরিষদ। এ বিষয়ে নির্বাচিত সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ হায়দার বলেন, ‘কোন ব্যক্তিকে ছোট করে বা বড় করে প্যানেলের নাম দিতে চাইনি। বাংলাদেশের টেনিস বাঁচানোর জন্য ঐক্যের ডাক দিয়েছি। টেনিসকে এগিয়ে নিতে আমরা শপথ গ্রহণ করেছি। তাছাড়া আগে অনেকেই ইশতেহার দিয়েছিলেন। কিন্তু কাজে আসেনি। তাই আমরা ইশতেহারে বিশ^াসী নই, কাজ করে দেখাতে চাই।’ জানা গেছে, অন্য প্যানেলে সাতজন প্রার্থী রয়েছেন। ৯৪ কাউন্সিলর এই নির্বাচনে ভোট দেবেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন