মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

১১৬ আলেমের বিরুদ্ধে তদন্ত করে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না কাতার ওলামা সম্মেলনে নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০২২, ৮:০৪ পিএম

আলেম ওলামারা আদর্শ জাতি গঠনের একমাত্র কারিগর। কথিত শ্বেতপত্রে উল্লেখিত ১১৬ আলেম দ্বীনের প্রচার প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখছেন। দুদক এসব শীর্ষ আলেমদের বিরুদ্ধে তদন্ত অনুসন্ধান কমিটি গঠন করে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এক বক্তব্যে বলছেন ১১৬ জন আলেমের বিরুদ্ধে শ্বেত পত্র সম্পূর্ণ ভিত্তিহীন। ১১৬ জন কেন যদি সমস্ত আলেম-ওলামাদের তদন্ত করেন তাতেও তাদের একজনকে পাবেন না বিদেশে অর্থ পাচারকারি। আলেমদের তদন্ত করার আপনাদের দরকার নেই। যারা বিদেশে গাড়ি বাড়ির মালিক এবং কোটি কোটি ডলার পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিন। বৃহস্পতিবার রাতে কাতার দোহাস্থ একটি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাইখ নুরুল আনওয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মিজানুর রহমান,প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আয়েম্মা পরিষদ এর কেন্দ্রীয় সদস্য, শাইখ আব্দুল হালিম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সভাপতি শায়েখ জসিম উদ্দিন। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, আন্দোলন এর সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু রায়হান, হাফেজ মাওলানা জমির উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক কামরুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা এহসানুল হক। ওলামা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কাতার ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশি ইমাম ও খতিবগণ ও আই এ বি কাতার শাখার নেতৃবৃন্দ। ওলামা সম্মেলন শেষে শায়েখ আব্দুল হালিম এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন