বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে একদিনে শনাক্ত ১৭ হাজারের বেশি

৪ মাসের রেকর্ড ভাঙল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ১২:০১ এএম

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় দেশটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ দেখেছে ভারত। এতে করে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। গত ২০ ফেব্রুয়ারির পর এই প্রথম দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১৭ হাজারের গণ্ডি পার করেছে। একদিনেই দেশে আক্রান্তের সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ায়, সংক্রমণের নতুন ঢেউ আছড়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এদিকে ভারতে দৈনিক আক্রান্তের পাশাপাশি একদিনে মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৯৫৪ জনে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৮৮ হাজার ২৮৪ জন। গত ২৪ ঘণ্টাতেই সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২৯৪ জন। দেশের মোট আক্রান্তের ০.২ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। সংক্রমণের দৈনিক হার দাঁড়িয়েছে ৪.৩২ শতাংশে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের মোট পাঁচটি রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৮ জন।
সূত্র : এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন