পদ্মাসেতু নিয়ে আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফার কণ্ঠে প্রকাশিত হয়েছে ‘স্বপ্ন পূরণ’ শিরোনামের একটি কবিতার চিত্রায়ণ। এটি লিখেছেন কবি জামাল হোসেন। এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওটি রঙ্গন মিউজিক তার অফিসিয়াল ও ভেরিফায়েড ইউটিউব চ্যানেল রঙ্গন মিউজিকে প্রকাশিত হয়েছে। কবি, গীতিকার ও নাট্যকার জামাল হোসেন বলেন, পদ্মাসেতু জাতির অহংকার। মাননীয় প্রধানমন্ত্রীর অসীম সাহস ও দৃঢ়তার ফসল এটি। তাঁর স্বপ্ন পূরণ হলো এর মাধ্যমে। ব্যক্তিগতভাবে এ সেতু নিয়ে আমিআবেগাপ্লুত। সেই আবেগ থেকেই এ কবিতার সৃষ্টি। শিমুল মুস্তফা বলেন, দারুণ কথামালার একটি কবিতা। পদ্মাসেতু নিয়ে কবি তার গভীর আবেগ ও অন্যভূতির কথা প্রকাশ করেছেন। এই সেতু আমাদের স্বপ্নের সেতু। আমিও খুব উচ্ছ্বাস নিয়ে এ কাজটি করেছি। এমন একটি কবিতায় অংশগ্রহণ করে ভালো লাগছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন