অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিউনিশিয়ার সাবেক প্রধানমন্ত্রী হামাদি জেবালিকে। তার আইনজীবীর বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার এনাহধা দলের সাবেক এই শীর্ষ সদস্যকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। প্রথমে জেবালি ও তার স্ত্রীর মোবাইল জব্দ করে পুলিশ। এরপর তাদেরকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে তার পরিবার।
জেবালির গ্রেপ্তারের পর দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে তিউনিশিয়ার বিরোধী দল। গত বছরের জুলাই মাসে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সায়িদ। তবে বিরোধীদের দাবি, এটি একটি অভ্যুত্থান। জেবালির গ্রেপ্তার নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা কোনো সাড়া দেয়নি। তবে আইনজীবীরা জানিয়েছেন, তাদেরকে জেবালির সঙ্গে দেখা করতে দেয়া হয়েছে।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন যে, এই গ্রেপ্তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এর বিরুদ্ধে তিনি অনশন শুরু করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন