শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হতাশায় বিশ্বকাপ শেষ রোমান-দিয়াদের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ৭:৩৩ পিএম

হতাশা দিয়েই আরচ্যারি বিশ্বকাপ স্টেজ-৩ এর খেলা শেষ করলেন বাংলাদেশের রোমান সানা, দিয়া সিদ্দিকীরা। দলগত ইভেন্টের পর এবার রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টগুলো থেকেও ছিটকে পড়লেন লাল-সবুজের আরচ্যাররা। শুক্রবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত এলিমিনেশন রাউন্ডের দ্বিতীয় ধাপে শুরুটা ভালো করেছিলেন রোমান। দেশের এই তারকা আরচ্যার ৭-৩ সেট পয়েন্টে জিতেন ইতালির প্রতিযোগীর বিপক্ষে। কিন্তু প্রি-কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি ৬-২ সেট পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার উহ জিন হাইকের কাছে। এলিমিনেশন রাউন্ডের দ্বিতীয় ধাপেই ৭-১ সেট পয়েন্টের হারে বিদায় ঘণ্টা বাজে মো. সাগর ইসলামের। বাংলাদেশের আরেক প্রতিযোগী মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল এই ধাপ ৬-৪ ব্যবধানে পেরুলেও রোমানের মতো প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে হেরে যান ৭-৩ সেট পয়েন্টে। রিকার্ভ মহিলা এককেও এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে দিয়া সিদ্দিকী ৬-৪ সেট পয়েন্টে যুক্তরাষ্ট্রের মুচিনো ফের্নান্দেস জেনিফারকে হারানোর পর ডেনমার্কের প্রতিযোগীর কাছে একই ব্যবধানে হেরে ছিটকে যান। ব্যর্থ মিশন শেষে সোমবার ঢাকায় ফিরবে বাংলাদেশ জাতীয় আরচ্যারি দল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন