বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০২ এএম

আফগানের মুক্তি
ইনকিলাব ডেস্ক : কিউবার গুয়ান্তানামো বে’তে অবস্থিত যুক্তরাষ্ট্রের কারাগারে আটক থাকা অবশিষ্ট দুই আফগানের মধ্যে একজনকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার এ ঘোষণা দেয় আফগানিস্তানের তালিবান সরকার। আসাদুল্লাহ হারুন নামের ওই আফগান কুখ্যাত এ কারাগারে ১৫ বছর আটক ছিলেন। তিনি আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের বাসিন্দা। হারুনের মুক্তি তালিবান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া ‘সরাসরি ও ইতিবাচক যোগাযোগের’ ফলাফল। ৩৯ বছর বয়সী মুক্তিপ্রাপ্ত এই বন্দিকে কাতারের রাজধানী দোহায় তালিবান কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সেখানে রয়েছে তালিবানের রাজনৈতিক দপ্তর। ভয়েস অব আমেরিকা।


পাঠাল দিল্লি
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে বুধবারের শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়া মানুষজনের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত। এছাড়াও, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে কাজ করার জন্য একটি ‘কারিগরী দল’কেও সেখানে পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ টনের ত্রাণ সহায়তার মধ্যে পরিবারগুলোর জন্য তাঁবু, স্লিপিং ব্যাগ (ভেতরে ঢুকে ঘুমানোর জন্য বিশেষ ধরনের ব্যাগ), কম্বল এবং ঘুমানোর তোষক রয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সব সময়ের মতোই ভারত আফগানিস্তানের মানুষের পাশে রয়েছে, যাদের সাথে আমাদের কয়েক শতাব্দীর পুরোনো সম্পর্ক রয়েছে। এনডিটিভি।


বিমান বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার রিয়াজান শহরের কাছে অবতরণের সময় একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। শুক্রবার স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত ওই বিমানটি কোন সংস্থা পরিচালনা করেছিল তা জানা যায়নি। ইল্যুশিন আইএল-৭৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন