শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পদ্মা সেতুর অনুষ্ঠানে বৃষ্টিতে ভিজলো লাখো মানুষ

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০০ এএম

স্বপ্নের পদ্মাসেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানে আগত লাখো নেতাকর্মী ও জনতা বৃষ্টিতে ভিজেই উপভোগ করলেন পদ্মাসেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠান। গতকাল শনিবার সকাল ৯ টা থেকো বেলা ১১ টার মধ্যে শরীয়তপুর জাজিরা পয়েন্ট এবং মাদারিপুরের শিবচর পয়েন্টের শিবচরের কুতুবপুর ইউনিয়নের কাঁঠালবাড়িয়ার ঘাট এলাকার প্রায় ৪ কিলোমিটার ব্যাসার্ধের অংশে লাখ লাখ নেতাকর্মী সহ বৃহওর ফরিদপুর সহ ২১ জেলার সর্বস্তরের মানুষ আসলে ঘাট এলাকাটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

কাঁঠালবাড়িয়ার নৌবন্ধর ঘাটটি বেলা সারে এগারোটার মধ্যে জনস্রোতে পরিনত হলে নেমে আসে বৃষ্টি। থেমে থেমে দুই তিন দফা বৃষ্টিতে আগন্তুকরা কাক ভেজা ভিজে যায় বৃষ্টিতে। এ সময় পিঁপড়ে সারির মত মানুষ এদিক- ওদিকে ছুটতে থাকে। শেষ পর্যন্ত ঘাটে দাঁড়িয়ে থাকা শত শত লঞ্চ স্টিমার ও সার্ভিস ট্রলারে আশ্রয় নেন তারা।
আবার যাদের নৌকায় বা ট্রলারে পলিথিন ব্যবস্থা ছিল তা মাথার উপরে পলিথিন ধরে বৃষ্টির হাত থেকে নিজেদের রক্ষার চেষ্টা করেন। তারপরও কারোর মনে কোন কস্ট নাই। পাশাপাশি, মাদারীপুর, শিবচর, শরীয়তপুর, ভাঙ্গা, নগরকান্দা, টেকেরহাট, ফরিদপুরের অর্ধশত স্কুল কলেজের ছাত্ররা মিছিল সহকারে বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর পদ্মাসেতু উদ্বোধনী সভা স্থলে এসে জড়ো হয়।

এ সময় শিবচর কলেজের এইচ এসসি পরীক্ষার্থী মিনাল কান্তি ইনকিলাবে বললেন, বৃষ্টিতে ভিজে পদ্মাসেতুর সভায় মিছিল নিয়ে আসছি মনে কোন কস্ট নাই। এই সেতু আমাদের ঘরের সেতু তাই। দীর্ঘদিনের ঘাটের নির্যাতন থেকে আল্লাহতায়ালা বাঁচালেন।


মাদারীপুর, শরীয়তপুর থেকে মিছিল যোগদেন কলেজ রবিন প্রমানিক,কায়কোবাদ তারা ইনকিলাবকে জানান, প্রায় ৫০ মিনিট বৃষ্টিতে ভিজেছি মনে একটুও কস্ট নাই, টাকা মোবাইল সব ভিজেছে তাতেও মনে কোন কস্ট নাই। স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন হলো, আমাদের আনন্দের কোন শেষ নাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন