বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৩ মাস পর হারিয়ে যাওয়া শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ২:২২ পিএম

দীর্ঘ ৩ মাস খোঁজাখুঁজি, অবশেষে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হলো শিশু সন্তান মোঃ খোরশেদ আলমকে (৮) ।
মোর্শেদা বেগম (৩৭), পেশায় একজন গৃহকর্মী। বাসা চকবাজার থানাধীন লালচাঁদ রোডের আনোয়ার কলোনীতে। আদরের সন্তান মোঃ খোরশেদ আলম খুবই ডানপিটে স্বাভাবের। ছেলেকে সবসময় চোখে চোখেই রাখতেন মা মোর্শেদা। গত ২২ মার্চ মোর্শেদা রাজ্যের অন্ধকার চোখেমুখে নিয়ে হন্তদন্ত হয়ে থানায় হাজির হয়ে জানান তার আদরের শিশুপুত্র বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এই সংবাদ পেয়ে ডিউটি অফিসার বিষয়টি সাধারণ ডায়রিভুক্ত করেন এবং অফিসার ইনচার্জ, চকবাজার থানা, এস আই সামসুল ইসলামকে নিখোঁজ জিডির তদন্তভার অর্পণ করেন। এস আই সামসুল ইসলাম শিশুটিকে খুঁজে বের করার জন্য দেশের প্রতিটি থানায় বেতার বার্তা প্রেরণ, বিভিন্ন স্থানে শিশুটির ছবি পোস্টারিং করার ব্যবস্থা, মাইকিং এর ব্যবস্থা সহ ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে গতকাল অর্থাৎ ২৫ জুন কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকা হতে শিশুটিকে খুঁজে বের করে তার মা মোর্শেদা বেগমের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন