শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

মসুল শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলার দাবি ইরাকের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইরাকের সরকারি বাহিনী ও তাদের সহযোগী বাহিনীগুলো মসুল শহরকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে বলে দাবি করা হয়েছে। এখন সেখান থেকে কোনো আইএস সদস্য বের হতে বা ঢুকতে পারবে না। প্রায় এক মাসব্যাপী চলা আইএসের বিরুদ্ধে এই যুদ্ধ অনেকটা শেষের দিকে বলে জানিয়েছে ইরাকের প্যারা-মিলিটারি ফোর্স। সিএনএন এক ভিডিও প্রতিবেদনে জানায়, আইএস তীব্র প্রতিরোধ গড়ে তুললেও ইরাকের সরকারি ও মিত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় কোণঠাসা হয়ে গেছে। বর্তমানে পরিপূর্ণরূপে মসুল থেকে আইএসকে উৎখাতের জন্য কাজ করছে মিত্র বাহিনী। খবরে বলা হয়, হাসদ আল-শাবি ঘোষণা দিয়েছে আইএসের কাছ থেকে তাল আফর এবং শিনজার মধ্যবর্তী রাস্তার কর্তৃত্ব নিতে সক্ষম হয়েছে তারা। কুর্দিশ বাহিনীর সহায়তায় এই রাস্তার বড় একটি অংশ তারা নিয়ন্ত্রণ করছে। কিন্তু রাস্তাটির কিছু অংশ এখনো আইএসের দখলে আছে। এদিকে মসুলে প্রবেশের জন্য টাইগ্রিস নদীর উপর দিয়ে মাত্র একটি ব্রিজ অক্ষত রাখা হয়েছে। অবশিষ্ট সবক’টি ব্রিজ ধ্বংস করে দেয়া হয়েছে। মসুল শহরকে চারপাশ দিয়ে ঘিরে আক্রমণ চালিয়ে যাচ্ছে মিত্র বাহিনী। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন