শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘‘ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প’’ নিয়ে সিলেটের বন্যার্তদের চিকিৎসা সেবায় এসএমপি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ৫:৪৬ পিএম

সিলেটের বানভাসী মানুষের চিকিৎসা সেবায় "ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্পঃ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আজ (রবিবার) বেলা সাড়ে ১১ টায় এসএমপির জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের ০২নং ওয়ার্ডের বাদাঘাট এলাকার সাম্প্রতিক আকস্মিক ও ভয়াবহ বন্যায় বানভাসি, দুর্দশাগ্রস্থ, রোগাক্রান্ত অসহায় মানুষের চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন এসএমপি' পুলিশ কমিশনারমোঃ নিশারুল আরিফ। তার সার্বিক দিক-নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে "ফ্রী ভাসমান মেডিকেল ক্যাম্প"এর আওতায় ভয়াবহ বন্যায় পানিবাহিত এবং বিভিন্ন রোগাক্রান্ত নারী-শিশু-বৃদ্ধ ও নানান বয়সীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ ও রোগাক্রান্ত বানভাসি মানুষের বিভিন্ন দুঃখ-দুর্দশার বিষয়ে অবহিত হন এবং আত্মমানবতার সেবায় এসএমপি সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে ও ভবিষ্যতে আরো জরুরি চিকিৎসা, ঔষধ প্রদান করা হবে বলে জানান পুলিশ কমিশনার। এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, এসএমপি'র বিভিন্ন পদস্থ অফিসারগণ, ওসি জালালাবাদ থানা নাজমুল হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন