বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পটিয়ায় জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ

অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টা

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০২ এএম

পটিয়া পৌরসদরের পোস্টঅফিস মোড় এলাকায় অবৈধভাবে জেলা পরিষদের জায়গা দখল করার অভিযোগ পাওয়া গেছে। উক্তস্থানে বর্তমানে পাকা দোকানগৃহ নির্মাণের চেষ্টা চলছে। এ ঘটনায় পটিয়া আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গতকাল চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পৌর সদরের ৫নং ওয়ার্ড ছদু তালুকদার বাড়ির কামরুল ইসলাম নামের এক ব্যক্তি গত ২৪ জুন রাতে কোটি টাকা মূল্যের জেলা পরিষদের পুকুরের অংশ ও পৌরসভার রাস্তার কিছু অংশ দখল করে সেখানে পাকা দোকানগৃহ নির্মাণ করার উদ্দেশ্যে টিনের বেড়া ও গাছ বাঁশের খুটি দিয়ে জায়গা দখল করে নেয়। ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ খবর পেয়ে সরকারি ভূমি রক্ষার্থে পটিয়া থানা পুুলিশকে জানালে দখলকারী কামরুল ইসলামকে বৈধ অনুমতি ব্যতিত কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার জন্য নিষেধ করেন। স্থাপনা নির্মাণে ব্যবসায়ী সমিতির রোপনকৃত কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলারও অভিযোগ রয়েছে। আদালত ও খাসমহল সড়ক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আইয়ুব আলী জানান, সরকারি স্বার্থ রক্ষার্থে আমরা পুলিশকে অবহিত করেছি। এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসক বরাবরে অভিযোগ দেয়া হয়েছে। যেখানে দোকান নির্মানের চেষ্টা চলছে সে জায়গা সংক্রান্তে কামরুল ইসলামের কোন ইজারা বা বৈধ কাগজ নেই। পটিয়া থানার ওসি রেজাউল করিম জানান, সমিতির অভিযোগ পেয়ে সরকারি স্বার্থ রক্ষায় তড়িৎ ব্যবস্থা নিয়েছি। এ ব্যাপারে পৌর মেয়র আইয়ুব বাবুল জানান, পৌরসভার রাস্তার পাশে কামরুল ইসলাম অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কামরুল ইসলাম তার বক্তব্যে জানায় সে জেলা পরিষদ থেকে ইজারা নিয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন