মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সুদানের ৭ সেনার মৃত্যুদণ্ড ‘কার্যকর করলো’ ইথিওপিয়া, বদলার হুমকি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১০:৩৫ এএম

ইথিওপিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের সাত সেনা ও এক বেসামরিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ এনেছে সুদানের সেনাবাহিনী। ঘটনা এখানেই শেষ নয়, তাদের মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখে ইথিওপিয়ার সেনাবাহিনী। সোমবার (২৭ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সুদানের সামরিক বাহিনী গতকাল রবিবার এক বিবৃতিতে ইথিওপিয়ার এ ধরনের কর্মকাণ্ডের উপযুক্ত প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে সুদানের সেনাবাহিনীর এই অভিযোগ নিয়ে ইথিওপিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোয় ইথিওপিয়ার উত্তর টাইগ্রে অঞ্চলের সংঘাত এবং নীল নদের ওপর ইথিওপিয়ার বিশাল জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। দুই দেশের সীমান্ত এলাকায় সংঘাত লেগেই থাকে। সূত্র : আল জাজিরা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৭ জুন, ২০২২, ১০:১৮ পিএম says : 0
Ethiopia should be punished for killing muslim, these barbarian also killed and raped out mother daughter in Somalia. Ethiopi's hydro-electric dam should be bombed because Sudan, Egypt will not get water. Ethiopia is behaving like India, they have build dam on 59 river as such they turned our country like desert. In rainy season they open the dam and it cause serious flood and it destroyed everythings.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন