শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শেখ কামাল পুরস্কারের জন্য ১৬১ আবেদন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৮:১৯ পিএম

চলতি বছরের শেখ কামাল-জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ক্রীড়া পুরস্কারের জন্য সাতটি ক্যাটাগরিতে ১৬১টি আবেদন জমা পড়েছে। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনটি পুরস্কারের জন্য আবেদন করেছেন ৮২ জন। এই পুরস্কারের জন্য শুরুতে আবেদনের শেষ দিন গত ১৪ জুন থাকলেও এনএসসি আবেদনের সময়সীমা বাড়িয়ে ২৩ জুন করে। ফলে সময় বাড়ানোয় আবেদনের সংখ্যাও বেড়েছে৷ এছাড়া উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে ৪২, ক্রীড়া সংগঠকে ২৫, আজীবনে পাঁচটি, স্পন্সর ও পৃষ্ঠপোষক এবং ফেডারেশন ও অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে দুটি করে এবং ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে তিনটি আবেদন জমা পড়েছে। এনএসসি কর্তৃক গঠিত দু'টি কমিটি এই আবেদনগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই ও চুড়ান্ত অনুমোদন শেষে আগামী ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের জন্মদিনে এই পুরস্কার দেওয়া হবে। ১৯৯১ সালে বন্ধ হওয়ার পর গত বছর থেকে শেখ কামালের নামে নামকরণ করে ‘শেখ কামাল-জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পুনরায় চালু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন