বন্যার্তদের সাহায্যার্থে নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা চিত্রাঙ্গদা’র বিশেষ মঞ্চায়নের আয়োজন করা হয়েছে। ২৯ জুন বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটারে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরূপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে চিত্রাঙ্গদা রচনা করেন। স্বপ্নদলের চিত্রাঙ্গদা প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পান্ডুলিপি অবলম্বনে। চিত্রাঙ্গদা’র প্রযোজনার গ্রন্থিকরা হলেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, রানা, জেবু, হ্যাপী, সামাদ, ঊষা, হাসান, আলী, বিপুল, নিসর্গ, সুমাইয়া, মাসুদ, সুকুমার, টিটু, বিমল, অনিন্দ্য প্রমুখ। চিত্রাঙ্গদা প্রদর্শনীর অগ্রিম টিকিট ক্রয় এবং ব্যক্তিগতভাবে বন্যাদুর্গতদের সহায়তা প্রদানের জন্য স্বপ্নদলের সঙ্গে (০১৭১৮ ৯০২০১৮) যোগাযোগ করা যেতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন