বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাগুরার মহম্মদপুরে শিয়ালের কামড়ে ৬ জন আহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৯:৫৪ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার চরঝামা এবং আড়মাঝি গ্রামের সাধারণ মানুষ শেয়াল আতঙ্কে ভুগছে। গত দুই দিনে অন্তত ৬ জনকে শেয়ালের কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চরঝামা গ্রামের খোকন মিয়া (৫০) এবং আড়মাঝি গ্রামের ফরিদ মোল্যা (৬৫) শেয়ালের কামড় খেয়ে চিকিৎসার জন্যে হাসপাতালে ডাক্তারদের শরণাপন্ন হয়েছেন। এর আগে আরো চারজন কামড় খেয়ে হাসপাতালে যায়। ক্ষেতে কাজ করতে গেলে দলবেঁধে শেয়াল তাদের উপর হামলা চালায় বলে আহতরা জানিয়েছেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকছেদুল মোমিন জানান, শেয়ালের কামড়ে আহতদের প্রত্যেককে হাসপাতাল থেকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন