বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে অঙ্ক শিক্ষকের তৈরি গাড়ি চলবে সৌরশক্তিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ১২:০৩ এএম

দূষণের প্রভাব কমাতে পেট্রোল, ডিজেলের পরিবর্তে বিশ্বে সিএনজি ও ইলেক্ট্র্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। ‘সিএনজি’ হল উচ্চ চাপে জমানো মিথেন গ্যাস, যা জ্বালানি হিসাবে পেট্রোলিয়াম, ডিজেল বা এলপিজির-র পরিবর্তে ব্যবহার করা যেতে পারে। মিথেন হল প্রাকৃতিক গ্যাস। তাই দূষণের আশঙ্কাও কম। জ্বালানীর ব্যবহার বৃদ্ধি করতেও বিজ্ঞানীরা তৎপর হয়েছেন। শুধু বিজ্ঞানীরা নয়, সাধারণ মানুষের মধ্যেও দূষণমুক্ত বিশ্ব গড়ে তোলার প্রয়াস রয়েছে। তার বড় উদাহরণ কাশ্মীরের অঙ্কের শিক্ষক বিলাল আহমেদ। পেট্রোল, ডিজেলের বিকল্প হিসাবে তিনি বানিয়েছেন সৌরবিদ্যুৎ চালিত গাড়ি। আনন্দবাজারে বলা হয়, সূর্যের আলোর সাহায্যে চলবে এই গাড়ি। কাশ্মীরের রাজধানী শ্রীনগরের সনৎ নগরে বিলাল আহমেদের বাড়ি। শিক্ষকতার পাশাপাশি, তিনি দীর্ঘ দিন ধরেই এই বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন। সৌরবিদ্যুৎ চালিত গাড়ি সেই দীর্ঘ গবেষণা ও ভাবনার ফসল। গাড়িটি সম্প‚র্ণ ভাবেই বিদ্যুৎচালিত। মোনোক্রিস্টালাইন সোলার প্যানেল দিয়ে তৈরি। অপেক্ষাকৃত কম সূর্যের তাপেও এই গাড়ি বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এর জন্য বিলাল একটি বিশেষ ধরনের সোলার প্যানেল ব্যবহার করেছেন। গাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল এর দরজা। সোলার প্যানেলটি দরজার উপরেই বসানো রয়েছে। গাড়িটি তৈরি করতে তার সময় লেগেছে প্রায় ১১ বছর। ২০০৯ সালে সৌরবিদ্যুতে চালিত গাড়ি তৈরির পরিকল্পনা করেন। পরিশ্রমের সেই শুরু। এত বছর ধরে পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছান তিনি। বিলাল জানিয়েছেন, আর্থিক সাহায্য পেলে আরও আগেই এটি বানিয়ে ফেলতে পারতেন। কাশ্মীরের আকাশ প্রায় সময়েই মেঘলা থাকে। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন