শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৭:৪১ পিএম | আপডেট : ৮:৫৭ পিএম, ২৯ জুন, ২০২২

ছাদে কাপড় শুকানো তার বিদ্যুতায়িত হয়ে থাকায় সেই তারের স্পর্শে প্রথমে স্ত্রী ও পরে স্বামীর মৃত্যু ঘটেছে।

বুধবার বিকেলে কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম-পূর্ব ইউনিয়ন সাহেব পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নিজ বাড়ীর ছাদে কাপড় নামাতে গিয়ে প্রথমে স্ত্রী এবং স্ত্রীকে বাঁচাতে গিয়ে পরে স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মূত্যু বরন করেন৷

লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাকসামের সাহেবপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম (৩৫) বৃষ্টির আভাস পেয়ে বাড়ির ছাদে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান। এ সময় কাপড় শুকাতে দেওয়া জিআই তার বিদ্যুতায়িত হয়ে থাকায় রিনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন৷ পরে স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গিয়ে স্বামী কামাল উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয়রা বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাদের লাশ উদ্ধার করেন। এ ঘটনার তদন্ত চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন