শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

যৌন নিপীড়নে সহায়তায় ২০ বছরের সাজা গিলেইনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১২:০৩ এএম

কিশোরীদের যৌন নিপীড়নে মার্কিন ধনকুবের জেফরি এপস্টাইনকে সহায়তা করার দায়ে তার বান্ধবী ম্যাক্সওয়েলকে ২০ বছরের কারাদন্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, নিজের প্রেমিক এপস্টেইনের জন্য ‘যৌনদাসী’ হিসেবে চার কিশোরীকে তিনি পাচার করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ওই অভিযোগে দোষী সাব্যস্ত হন ষাট বছর বয়সী ম্যাক্সওয়েল। বিবিসি লিখেছে, মামলার বাদীদের একজন নিউ ইয়র্কের আদালতের বাইরে বলেছেন, ম্যাক্সওয়েলের বাকি জীবন কারাগারেই কাটানো উচিৎ। নারীদের যৌন কাজে বাধ্য করা এবং পাচারের অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় থাকা অবস্থায় ২০১৯ সালে ম্যানহটনের একটি কারাগারে আত্মহত্যা করেন এপস্টাইন। এর মধ্যে যেসব অভিযোগে ম্যাক্সওয়েলের সাজা হল, সেগুলো ঘটেছিল ১৯৯৪ থেকে ২০০৪ সালের মধ্যে। কারাদÐের পাশাপাশি তাকে সাড়ে সাত লাখ ডলার অর্থদÐ দিয়েছে আদালত।বিচারক অ্যালিসন জে নাথন তার রায়ে বলেন, ম্যাক্সওয়েল যা করেছেন, তা ‘জঘন্য’ অপরাধ। “বেছে বেছে অল্পবয়সী মেয়েদের বেছে নিত এপস্টাইন, যে মেয়েরা দুর্দশার মধ্যে আছে। আর এ কাজে তাকে সহযোগিতা করেছেন ম্যাক্সওয়েল। ওই মেয়েদের যৌন নিগ্রহে ম্যাক্সওয়েলের বড় ভ‚মিকা ছিল।” বিচারক বলেন, এ মামলার বিচারে বাদীপক্ষ আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে। আর তিনিও একটি ‘অব্যর্থ বার্তা’ দিতে চান, যে এ ধরনের অপরাধ করে কেউ পার পেতে পারে না। ২০২০ সালের জুলাই থেকে ব্রুকলিনের একটি কারাগারে রয়েছেন ম্যাক্সওয়েল। তার আইনজীবীরা শুনানিতে বলেছিলেন, যে অভিযোগ আনা হয়েছে, তাতে পাঁচ বছরও সাজা হওয়া উচিত না। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন