শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আজহা ১০ জুলাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৯:১৫ পিএম

পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১০ জুলাই ঈদুল আজহার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।

এদিকে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সূত্র: খালিজ টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর ২৯ জুন, ২০২২, ১০:১৬ পিএম says : 0
১০ই জুলাই বাংলা দেশে ঈদ হবে? হলেই ভালো।আমি একজন ডেকোরেটর ব্যাবসায়ী চরম হতাশায় ভুগছি।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন