শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সোনার হার চুরি করে পালাল পিঁপড়ার দল!

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ৪:২৮ পিএম

নিজের ওজনের থেকে ২০ গুণ ভারী জিনিস তুলে নিয়ে যেতে পারে পিঁপড়া। এটা বৈজ্ঞানিক সত্য। সেই শক্তিকেই কাজে লাগিয়ে সোনা ‘পাচার’ করল পিঁপড়ের দল! বিষয়টি শুনে অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা।

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি টুইটে শেয়ার করেছেন সুশান্ত নন্দ নামের ভারতের একজন বন কর্মকর্তা। সেখানে দেখা যাচ্ছে, এক দল কালো পিঁপড়া একটি বড় সোনার হার টেনে নিয়ে যাচ্ছে। সুশান্ত তার শেয়ার করা এই ভিডিওয় রসিকতা করে লিখেছেন, ‘খুদে পাচারকারীর দল!’ যদিও এটি একটি পুরনো ভিডিও। তবে ফের ভাইরাল হতেই দেড় লক্ষ বার দেখেছেন নেটাগরিকরা।

এক টুইটার গ্রাহক মজাচ্ছলে বলেছেন, ‘একটু চিনি দিয়ে দিলেই হত! সোনার হার ছেড়ে চিনি খেতে গেলেই হারটি উদ্ধার করা যেত।’ আর এক জন বলেছেন, ‘এটা টিম স্পিরিট। রানিকে এই হার উপহার দেবে বলে চুরি করছে ওরা!’ আরও এক টুইটার গ্রাহক বলেছেন, ‘প্রথমে দেখা প্রয়োজন পিঁপড়াগুলি পুরুষ না মহিলা। যদি মহিলা হয়, তা হলে ওদের অধিকার আছে এই হার নিয়ে যাওয়ার।’

সুশান্ত ভিডিওটি পোস্ট করার পর লিখেছেন, ‘পিঁপড়াগুলিকে কোন ধারায় গ্রেফতার করবে পুলিশ?’

ভিডিও লিংক: https://twitter.com/susantananda3/status/1541768973381177344?s=20&t=tL6vDKKmdlABUmtiWDGBtA

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন