শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আমিরাতে একদিনে করোনা শনাক্ত ১৭৭৮, মৃত্যু ১

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২২, ১১:৫৩ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫৭ জন, মারা গেছেন ১ জন। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬৯ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময় ২ লাখ ৮৮ হাজার ৭৪৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১৭০ মিলিয়নেরও বেশি পিসিআর পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৪৫ হাজার ৮০০ জন, মারা গেছেন ২ হাজার ৩১৬ জন এবং মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ২৫ হাজার ৮৪৯ জন।

করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন