শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনার বাদশার দাম হাঁকছেন ১৪ লাখ

পাবনা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

সাদা-কালো ডোরাকাটা ফিজিয়ান জাতের ষাঁড় গরু বাদশাকে দেখতে ভিড় করছে এলাকার মানুষ। পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোহাইলবাড়ী গ্রামের মৃত মাজাই শেখের ছেলে ফিরোজ শেখের খামারে এটি পালন করা হচ্ছে। বাদশার ওজন প্রায় ৩০ মণ। আসন্ন ঈদুল আযহায় এই গরুটি প্রায় ১৪ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন খামারি। তিনি ২০১৫ সালে শখের বসে শুরু করেন গরুর খামার। প্রথমে দুটি গরু দিয়ে শুরু করলেও বর্তমানে খামারে রয়েছে ১৫টি গরু। তবে এই ১৫টি গরুর মধ্যে আলাদাভাবে নজর কাড়ে বিশাল দেহি ফিজিয়ান জাতের বাদশা। এ বিষয়ে খামাার ফিরোজ শেখ বলেন, চার বছর আগে তার নিজের খামারে গাভী থেকে একটি বাচ্চা হয়। অন্য গরুর চেয়ে আকর্ষণীয় গরুটিকে লালন পালনে নেয়া হয় বাড়তি যত্ন। ভালোবেসে গরুটির নাম রাখেন বাদশা। গত বছর বিক্রির জন্য হাটে তোলা হলেও দাম না পেয়ে হতাশ ফিরোজ গরুটিকে ফিরিয়ে আনেন নিজ বাড়িতে। আসন্ন ঈদুল আযহায় এই গরুটি প্রায় ১৪ লাখ টাকা বিক্রি হবে বলে আশা করছেন ফিরোজ শেখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন