বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে মূল্যবোধের অবক্ষয়-নৈতিক পতন হয়েছে

জাতীয় প্রেসক্লাবে রাশেদ খান মেনন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০১ এএম

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে মূল্যবোধের অবক্ষয় ও নৈতিক পতন হয়েছে। সংখ্যালঘু শিক্ষকদের ওপর আক্রমণ করা হচ্ছে। কারণ, এই শিক্ষকদের দুর্বল ভাবা হচ্ছে। সাভারে সেই দুর্বলের ওপর আক্রমণ হয়েছে। ছাত্রটিও বুঝেছে, এই শিক্ষককে মারলে কোনো অসুবিধা হবে না। গতকাল এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বিধান চন্দ্র রায় স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
‘সাবেক গণতান্ত্রিক ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ’ ব্যানারে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নুর আহমদ বকুল, কাজী আনোয়ার হোসেন, নাসিমুল আহসান, জাকির হোসেন, করিম সিকদার, শরীফ শামশি, শাহানা ফেরদৌসী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন