বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গর্ভপাত অব্যাহত রাখতে প্রতিশ্রুতি বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

গত মাসেই নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। এ নিয়ে উদ্বিগ্ন দেশটির নারী অধিকার কর্মীরা। তবে বরাবরই গর্ভপাতের পক্ষে অবস্থান নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার এই নারীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার গর্ভপাতের জন্য নারীদের বিভিন্ন প্রদেশে ভ্রমণের সুরক্ষা নিশ্চিত করবে। খবরে বলা হয়, সুপ্রিম কোর্টের ওই রায়ের পর যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রদেশ গর্ভপাত নিয়ে নিজের মতো করে আইন প্রণয়ন করতে পারবে। এতে দেশের বেশিরভাগ প্রদেশেই গর্ভপাত নিষিদ্ধ হতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। গুগল জানিয়েছে, গর্ভপাত ক্লিনিকে যাওয়াদের লোকেশন ডাটা তারা মুছে ফেলবে। এতে করে পরবর্তীতে এই তথ্য ব্যবহার করে কোনো নারীকে দণ্ড দেয়া যাবে না। ধারণা করা হচ্ছে, যেসব প্রদেশে গর্ভপাত নিষিদ্ধ রয়েছে সেখান থেকে নারীরা অন্য প্রদেশে চলে যাবে যেখানে গর্ভপাতের অনুমোদন রয়েছে। তবে বাইডেনের আশঙ্কা, প্রদেশগুলো হয়তো এইসব নারীদের গ্রেপ্তার করা শুরু করবে। তিনি বলেন, মানুষেরা আমার এই কথা বিশ্বাস করতে চাইবে না কিন্তু এটাই হতে যাচ্ছে। তাই সরকার প্রতিটি রাজ্যে গর্ভপাতের পিল পাঠাবে। যাতে করে ক্লিনিকে যেতে না পারলেও অন্তত পিলের মাধ্যমে হলেও গর্ভপাত করা যায়। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ প্রদেশ গর্ভপাত নিষিদ্ধ করেছে। বাইডেন বলেন, যদি মধ্যবর্তী নির্বাচনগুলোতে যদি ডেমোক্রেটরা জয় পায় তাহলে কংগ্রেসে তারা আবারও এই অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন