যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের পর ধীরে ধীরে প্রদেশগুলোতে এর প্রয়োগ হতে শুরু হয়েছে। নিউইয়র্কের টাইমস স্কয়ারসহ জনস্থলে বন্দুক নিষিদ্ধ করেছে প্রদেশটির আদালত। রয়টার্সের খবরে বলা হয়েছে, এ অঙ্গরাজ্যে যারা বন্দুক রাখতে চান অবশ্যই তাদের কাছে লাইসেন্স থাকতে হবে। আর যারা লাইসেন্স প্রত্যাশী, তাদেরকে অবশ্যই নিজেদের বন্দুক চালানোর দক্ষতা প্রমাণ করতে হবে। একইসঙ্গে এসব ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, আইনের পর নিউইয়র্কে বন্দুক হামলা ও এ সংক্রান্ত ঘটনা
কমে যাবে। রয়টার্স।
মন্তব্য করুন