শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ঢাবির ‘গ’ ইউনিটের ফলাফল আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হবে।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফলাফল প্রকাশ করবেন। এতে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯৩০ আসনের বিপরীতে এই ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন ৩০ হাজার ৬৯৫ জন। সেই হিসেবে আসনপ্রতি লড়েছেন ৩৩জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন