বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাহাজটি দু’ টুকরো হয়ে গেল, ২৭ ক্রু নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ঝড়ের কবলে পড়ে দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে একটি জাহাজ। শনিবার বাতাসের গতিবেগ এত বেশি ছিল যে, জাহাজটি দুই টুকরো হয়ে যায়। জাহাজটিতে থাকা ৩০ ক্রুর মধ্যে অন্তত তিন জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের। হংকং গভর্নমেন্ট ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে হেলিকপ্টার এবং প্লেন পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানের এক ভিডিওতে দেখা গেছে, একজন ক্রুকে যখন হেলিকপ্টারে টেনে তোলা হচ্ছে তখন প্রচÐ বাতাসে ঢেউ ওপরে উঠছিল। ফ্লাইং সার্ভিসের তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং জাহাজটি হংকং থেকে ১৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল। স্থানীয় সময় দুপুর ৩টা পর্যন্ত তিন জনকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। হংকং সরকারের এক বিবৃতিতে বলা হয়, জীবিত ব্যক্তিরা জানিয়েছেন, হেলিকপ্টার আসার আগেই অন্য ক্রু সদস্যরা ঢেউয়ে ভেসে গেছেন। টাইফুন চাবার উৎপত্তিস্থল দক্ষিণ চীন সাগরে। শনিবার বিকালে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে এটি আঘাত হানে। হংকং সরকার স্থানীয় সময় শনিবার ৭টা ২৫ মিনিটে জাহাজডুবির ঘটনা জানতে পারে। কর্তৃপক্ষ জানায়, জাহাজটি যেখানে ডুবে যায় সেখানে প্রতি ঘণ্টায় ১৪৪ কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং ১০ মিটার উচ্চতার ঢেউ ছিল। দ্য গার্ডিয়ান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন