মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি নিয়ে এখন ফ্রান্সে আছেন। সেখানে ‘সিনেমা জোভ’ চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হবে। এই ফাঁকে সেখানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। অনেকের সাথে আড্ডা দিচ্ছেন। এসব ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ছবিতে তাকে বেশ খোলামেলা পোশাকে দেখা যায়। ¯েপনের ভ্যালেন্সিয়ায় তোলা তার খোলামেলা পোশাকের ছবিগুলো নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা তীব্র সমালোচনা ও নিন্দা করেছেন। বাঁধনের শেয়ার করা ছবির নিচে অনেকে মন্তব্য করেন, শাড়িতেই বেশি সুন্দর লাগে তাকে। কেউ লেখেন, বাঁধন সেখানে দেশীয় সংস্কৃতিকে প্রজেন্ট করতে পারতেন। তিনি কি দেশের সংস্কৃতিকে ভুলতে বসেছেন! এছাড়া আরও অনেকে তার খোলামেলা পোশাক পরা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন