প্রখ্যাত গীতিকার মিলন খান একটি ব্যান্ডদল গঠন করেছেন। ব্যান্ডটির নাম ‘টাইগার্স’। ইতোমধ্যে পদ্মাসেতু নিয়ে একটি গান দিয়ে ব্যান্ডটির যাত্রা শুরু হয়েছে। পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে গানটি দেশের বিভিন্ন জায়গায় পরিবেশিত হয়। এবার ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশিত হয়েছে। গানের নাম ‘তোরা যে যাই বলিস বলতে পারিস’। গানটি লেখার পাশাপাশি সুর করেছেন মিলন খান। তিনি বলেন, দীর্ঘ সঙ্গীতজীবনে অসংখ্য গান লিখেছি। শুদ্ধ ধারার গান করার চেষ্টা করেছি। এখনও করছি। এ ধারাবাহিকতায় একটি আধুনিক ব্যান্ডদল গঠন করার তাগিদ অনুভব করেছি। শ্রোতাদের বাংলাদেশের গানের প্রতি আকৃষ্ট করতেই আমাদের এই প্রয়াস। আমাদের নতুন গান প্রকাশিত হয়েছে মিলন খান ডট টিভি পেজ এবং ইউটিউবে মিলন খান টিভিতে। ব্যান্ডে লাইন আপে রয়েছেন, লিড গিটার শোভন, বেস গিটার রায়হান শেখ, ড্রামসে সৌদ রহমান এবং কী-বোর্ডে ইউনুস আহমেদ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন