বিনোদন ডেস্ক : সিনেমার পোস্টারে নিজের মুখ ভারতীয় নায়িকার মুখে বসিয়ে দেয়া নিয়ে বেশ চটেছেন চিত্রনায়িকা পরীমনি। ধূমকেতু সিনেমার পোস্টারে দেখা গেছে ভারতের চিত্রনায়িকা কাজল আগারওয়ালের একটি ছবিতে পরীমণির চেহারা বসিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে পোস্টার নকলের অভিযোগ উঠেছে। বিষয়টি টের পেয়ে পরীমণিও সিনেমাটির প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে দুই কথা বলে দিয়েছেন। বলেছেন, অনেক পরিশ্রম করে সিনেমাটি করেছি। ফলাফল দাঁড়ালো অন্যের ছবিতে আমার ছবি বসিয়ে পোস্টার করা হয়েছে। অথচ আমার অনেক ভালো ছবি ছিল। সেগুলো দিয়ে পোস্টার করলে আরও বেশি সুন্দর দেখাতো। আসলে এই ছবির প্রযোজক এবং পরিচালকের রুচি খুবই নি¤œমানের। তিনি বলেন, পোস্টার দেখে ছবির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। এই ছবি নিয়ে আমার কোনো প্রত্যাশা নেই। উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন