শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সর্বোচ্চ আয়কর দিয়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন ৬ অভিনেতা-অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৩৪ এএম, ২৬ নভেম্বর, ২০১৬

বিনোদন ডেস্ক : গত কর বছরের (২০১৫-২০১৬) সর্বোচ্চ ১৪১ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী শিল্পী সুবর্ণা মুস্তফা, অভিনেতা আফজাল হোসেন ও পীযূষ বন্দোপাধ্যায়। জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)-এর বিধান অনুযায়ী ব্যক্তি পর্যায়ে ৭৬টি, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য ক্ষেত্রে ৮টিসহ মোট ১৪১টি ট্যাক্স কার্ড প্রদানের লক্ষ্যে নামের তালিকার গেজেট প্রকাশ করেছে সরকার। প্রকাশিত গেজেট অনুযায়ী অভিনয় শিল্পীর মধ্যে সর্বোচ্চ কর দিয়ে অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন এই ৩ অভিনয় শিল্পী। এদের মধ্যে সুর্বণা মুস্তাফা ঢাকা কর অঞ্চল-১২ এ কর প্রদান করে থাকেন। আফজাল হোসেনও ঢাকা কর অঞ্চল-১২ এ কর প্রদান করেন। এবং পীযূষ বন্দোপধ্যায় ঢাকা কেন্দ্রীয় জরিপ অঞ্চলে কর প্রদান করেন। ট্যাক্স কার্ডধারীরা যেকোনো জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। স্থল, জল ও আকাশপথে সরকারি কোটা অনুসারে আসন ও অন্যান্য সুবিধা পাবেন তারা। কার্ডধারীরা ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা ও নাগরিক সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন। এনবিআর সূত্রে জানা গেছে, করদাতার সংখ্যা বাড়ানো এবং নাগরিক কর প্রদানে উৎসাহিত করতে সেরা করদাতা হিসেবে ব্যবসায়ীদের পাশাপাশি ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, তরুণ, খেলোয়াড়, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, সাংবাদিক, নারী চাকরিজীবী, অভিনয় ও কণ্ঠশিল্পীসহ ১৮টি বিভাগে এই কর পুরস্কার প্রদান করা হবে। সঙ্গীতশিল্পীদের মধ্যেও তিন জনকে ট্যাক্স কার্ড প্রদান করা হবে। এদের মধ্যে রয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহিন সামাদ। এদের মধ্যে রেজওয়ানা চৌধুরী বন্যা ঢাকা কর অঞ্চল-১২ এ কর প্রদান করে থাকেন। সুবীর নন্দী ঢাকা কর অঞ্চল-১৫ এ কর প্রদান করেন এবং শাহিন সামাদ ঢাকা কেন্দ্রীয় জরিপ অঞ্চলে কর প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন