মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জবাবটা ব্যাটেই দিলেন বেয়ারস্টো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ১২:০০ এএম


 জনি বেয়ারস্টকে সেøজিং করে কি ভুলই করলেন ভিরাট কোহলি? ম্যাচের দ্বিতীয় দিনে এই বাকযুদ্ধের ১ম পর্ব ছিল। যেখানে কোহলি খোঁচা মেরে বলেন, ‘সাউথির থেকেও অনেক জোরে হচ্ছে বল, তাই না’? আর তৃতীয় দিনের ৩২ তম ওভারের সময় আবারো লেগে যান এই দুই আগ্রাসী ক্রিকেটার। যা থামাতে দুই আম্পায়ার আলীম দার ও রিচার্ড ক্যাটেলবরোকে এগিয়ে আসতে হয়। এই ঘটনার সময় বেয়ারস্টোর রান ১৩। আর সেখান থেকে করলেন দাপুটে এক শতক। পরপর তিন টেস্টে তিন সেঞ্চুরি করে ফেললেন এই ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরির পর গতকাল ভারতের বিপক্ষে এজবাস্টনে ম্যাচের তৃতীয় দিন করলেন আরেক রাজসিক শতক। এই এই রানগুলো করেছেন অসম্ভব দ্রæততার সাথে।
এই ডান হাতি ব্যাটারের ১৪০ বলে ১০৬ রানের সুবাধে ২৮৪ রানের বলার মতন এক ইনিংস দাড় করাই ইংল্যান্ড। গতকাল সকালে স্টোকস কিছুক্ষণ সঙ্গ দেয় বেয়ারস্টোকে পরে ২৫ রানে ইংলিশ কাপ্তান প্যাভিল্যনে ফিরলে, স্যাম বিলিংস এসে জুটি গড়েন। বিলিংসের ব্যাট থেকে আসে ৩৬ রান আর ম্যাচের ২য় দিন বিকেলে আউট হওয়া রুট করেন ৩১ রান। এছাড়া থ্রি লায়ন্সদের পক্ষে বলার মত রান আর কেউ করতে পারেনি। ম্যাচের ২য় দিন যেমন অধিনায়ক জাশপ্রীত বুমরা স্বাগতিকদের টপ ওর্ডার ধসিয়ে দেওয়ার কাজটি করলেও গতকাল সকাল থেকে সে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সামি ও সিরাজ। সিরাজের শিকার ৪ উইকেট আর সামির দুইটি। ১৩২ রানের লীদ নিয়ে ভারত তাদের ২য় ইনিংস শুরু করেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৪৩ রান। প‚জারা ২২ ও বিহারি ১১ রান নিয়ে ব্যাট করছেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন