শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় আরও ৪৮ জন করোনা আক্রান্ত

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ৬:৩৮ পিএম

প্রাণঘাতি করোনাভাইরাসের সংক্রামন আবারো বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্ত হয়েছেন ৪৮ জন। তবে নতুন করে কোন মৃত্যু নেই। মৃত্যুর সংখ্যা ৩৩৩ জনেই আছে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০ হাজার ৮৪৫ জন। সুস্থ হয়েছে ৩০ হাজার ৪০ জন। সোমবার (৫ জুলাই) সকালে জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন এলাকায় মারা গেছেন ১৫০ জন ও আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৭৬ জন, সদরে মারা গেছেন ৫৯ জন ও আক্রান্ত হয়েছে ৬ হাজার ৪৪৪ জন, বন্দরে মারা গেছেন ৩২ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৯ জন ও আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৬৫ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৯ জন ও আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৭ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৫৬ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন