বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সিংড়ায় মুয়াজ্জিনকে পিটিয়ে আহত

গ্রেফতার ২

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

নাটোরের সিংড়ায় মসজিদের এক মুয়াজ্জিনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় গত রোববার অভিযুক্ত আব্বাস আলী ও তার ছেলে মো. হাবিব আরমান গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার চৌগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিন (৭৫) ও তার ভাই মো. আকবর আলীকে (৮০) মারপিটের অভিযোগে আব্বাস আলী ও তার ছেলে মো. হাবিব আরমানকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত শনিবার মসজিদে মাসোয়ারা থাকায় বিকেল সাড়ে ৫টায় মসজিদে খাওয়া-দাওয়ার আয়োজন করেন অভিযুক্ত মো. হাবিব আরমান (৩২) তার ভাই আব্দুল হাকিম (২৭) ও বাবা মো. আব্বাস আলী (৭৫)। মসজিদে খাবার পড়ে থাকায় মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিন তাদেরকে মসজিদ পরিস্কার করতে বলায় তাকে গালিগালাজসহ মারপিট করে। মুয়াজ্জিনের চিৎকারে তার ভাই মো. আকবর আলী ছুটে এলে তাকেও মারপিট করে করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত রোববার উন্নত চিকিৎসার জন্য মুয়াজ্জিন মো. নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহত মুয়াজ্জিনের ভাতিজা মো. আতিকুল ইসলাম ৩ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় মামলা দায়ের করেন। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা দায়ের হলে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন