শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথের উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২২, ৯:২১ পিএম

নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন ৬টি পশুর হাটে (গাবতলী,বসিলা, আফতাবনগর, ভাটারা, কাওলা ও উত্তরা ১৭ নম্বর সেক্টরস্থ) পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাট চলাকালীন ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (০৪ জুলাই) বিকালে রাজধানীর ভাটারা পশুর হাটে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিজিটাল পেমেন্ট বুথের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, 'কোরবানীর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে স্মার্ট হাটের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ডিএনসিসির ৬টি পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ উদ্বোধন করা হলো। এই উদ্যোগ ক্রেতা-বিক্রেতাদের নগদ অর্থ বহনের ঝুঁকি, নকল বা ছেঁড়া/ফাটা নোট সংক্রান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন