শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জাপানিজ রেড ক্রস

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

জাপানিজ রেড ক্রস আইচি মেডিকেল সেন্টার নাগোয়া দাইনি হাসপাতালকে অনুদান হিসেবে ১০ হাজার পিস বিএন৯৫ ও এফএফএফপি২ (রেসপিরেটরস) পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইকুপমেন্ট) সামগ্রী প্রদান করেছে বেক্সিমকো হেলথ পিপিই লিমিটেড। জাপানিজ প্রতিষ্ঠান সুজুকাওয়া অরিফ কোম্পানি লিমিটেড ও কেন ২ কোম্পানি লিমিটেডের সহায়তায় এই অনুদান দেয় বেক্সিমকো। গতকাল সোমবার জাপানিজ রেড ক্রস আইচি মেডিকেল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বেক্সিমকো হেলথ পিপিই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব অপারেশনস ডা. মহিদুস সামাদ খান ও সুজুকাওয়া অরিফ কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও তাকাউকি মাসে জাপানিজ রেড ক্রস আইচি মেডিকেল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডা. কোজি সাতো, কর্পোরেট স্ট্রাটেজি ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ইয়াসুউকি ফুজি ও কর্পোরেট সেক্রেটারি তরু ওয়াতানাবের হাতে এই পিপিই সামগ্রীগুলো তুলে দেন। এই সময় সেখানে কেন২ কোম্পানি লিমিটেডের দুই এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়োমা মিতানি ও ইয়োমেকো মিতানিও উপস্থিত ছিলেন। -প্রেসবিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন