বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ডিসেম্বর ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

সংবাদ সম্মেলনে আটাব নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৮:০৬ পিএম

বাংলাদেশের বৈচিত্রময় পর্যটন ও সেবাগুলো বিশ্ববাজারে তুলে ধরার লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকায় তিন দিনব্যাপি আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশ্বের প্রায় ত্রিশটি দেশ এ পর্যটন মেলায় অংশ নিবে। আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এ মেলার মাধ্যমে দেশি বিদেশি পর্যটন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা, সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশের ইতিবাচক পর্যটন উন্নয়ন উপস্থাপন করা সম্ভব হবে। আজ মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হল রুমে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) আয়োজিত সংবাদ সম্মেলনে আটাব সভাপতি এস, এন মঞ্জুর মোর্শেদ (মাহবুব) আন্তর্জাতিক পর্যটন মেলার তারিখ ঘোষণা করে এসব কথা বলেন।
কামরুজ্জামানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর পরিচালক নাসিম মজুমদার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডিজি জিয়াউল হক হাওলাদার, আটাব মহাসচিব আবদুস সালাম আরেফ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান সাইফুল হাসান, হোটেল ইন্টারকন্টিনেন্টালের ম্যানেজার আতিকুর রহমান, হাবিব আলী ও রেজাউল ইকরাম।
সংবাদ সম্মেলনে আটাব সভাপতি মাহবুব বলেন, বৈশ্বিক করোনা মহামারিতে পর্যটন খাতে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে গেছেন। দেশের পর্যটন খাতকে বাঁচিয়ে রাখতেই আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্যোগ নেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে আটাব সভাপতি বলেন, আন্তর্জাতিক পর্যটন মেলার মাধ্যমে ইনবাউন্ড ট্যুরিজমকে এগিয়ে নিতে দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরা হবে। এ মেলার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে পর্যটন খাতের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন