বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : একা কোরবানি দেওয়ার নিয়তে গরু ক্রয় করে শরীক নেওয়া প্রসঙ্গে।

অলীউল্লাহ
ইমেইল থেকে

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ৮:৪৩ পিএম

প্রশ্নের বিবরণ : মসজিদের হুজুরের বয়ানে তিনি বলেছেন, যারা কুরবানী করার নিয়ত করেছেন, তারা যেন যিলহজ্বের ১লা তারিখ থেকে কুরবানী করার পূর্ব পর্যন্ত নখ, চুল না কাটে। এটা নাকি সুন্নাত। কথাটি কি সঠিক?

উত্তর : কথাটি সঠিক। কুরবানীকারীর জন্য ১লা যিলহজ্ব থেকে পশু কুরবানীর পূর্ব পর্যন্ত নখ, চুল না কাটার কথা হাদীসে এসেছে। হযরত উম্মে সালামা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানী করতে ইচ্ছুক ব্যক্তি যেন যিলহজ্বের প্রথম দিন থেকে কুরবানী করার আগ পর্যন্ত নখ, চুল না কাটে।
তবে মনে রাখতে হবে, এই দশদিন পালন করতে গিয়ে যেন অবাঞ্ছিত পশম ও নখ না কাটার সময় ৪০ দিন থেকে বেশি না হয়ে যায়। কেননা, সহীহ হাদীসে আছে, গোঁফ কর্তন করা, নখ কাটা, বগল ও নাভির নিচের পশম পরিষ্কার করতে যেন ৪০ দিনের বেশি না হয়ে যায়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Harunur Rashid ৬ জুলাই, ২০২২, ১:৫৯ এএম says : 0
People are busy with Sunnah and Kurbani. I wonder if these same people are concerned about Zakat and daily Salah. Just wondering because it is the same issue here. Please don't take it personally, I am not questioning anyone sincerity. Just a thought.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন