শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফেনীতে খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

কারাবন্দি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকসহ ইসলামী নেতা কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, নিরপেক্ষ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং ১১৬ আলেম ও এক হাজার মাদরাসার বিরুদ্ধে মিথ্যা ও ষড়ঝন্ত্রমূলক অভিযোগকারীদের শাস্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকল ফেনী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১১টায় ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমানের হাতে স্বারকলিপি তুলে দেন জেলা নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলার সভাপতি মাওলানা জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর, সহ-সভাপতি মাওলানা আবদুল হক, সদস্য মাওলানা মাছুম বিল্লাহ, মাওলানা মাকছুদ উল্লাহ ও পৌর শাখার সভাপতি মাওলানা জাফর উল্লাহ প্রমুখ। স্বারকলিপিতে উল্লেখ করেন, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আরো অসংখ্য আলেম ওলামারা দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে এবং ঈদুল আযহার পূর্বে তাদেরকে মুক্তি দিতে, করোনার প্রাদুর্ভাবের কারনে সাধারণ মানুষের জীবন অতিকষ্টে অতিবাহিত হচ্ছে। এসব মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে, বিভিন্ন কারনে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, আগামী জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার জন্য এবং গণকমিশনের নামে একটি ভূইফোঁড় সংগঠন দেশের ১১৬ আলেম ও এক হাজার মাদসারার বিরুদ্ধে মিথ্যা ষড়ঝন্ত্রমূলক শ্বেতপত্র দুদকে জমা দিয়েছে। যা খুবই দুঃখজনক। এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন