শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দেড় বছর চাইলেন আত্মবিশ্বাসী রণিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ১২:০৫ এএম

শ্রীলঙ্কাকে অর্থনৈতিক দুর্দশা থেকে বের করে আনার বিষয়ে আত্মবিশ্বাসী দেশটির প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। তবে এ জন্য অন্তত ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। গত সপ্তাহে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রাজধানী কলোম্বোর সরকারি বাসভবনে বসে রণিলের দেয়া ওই সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। ৭৩ বছর বয়স্ক রণিল জানান, তিনি এক অস্বাভাবিক সময়ে শ্রীলঙ্কার দায়িত্ব নিয়েছেন। গত মে মাসে ৬ষ্ঠ বারের মতো তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। রণিল বলেন, আমরা প্রায় দুই দিন সরকারবিহীন অবস্থায় ছিলাম। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সেসময় শ্রীলঙ্কাজুড়ে সর্বোচ্চ পর্যায়ে ছিল গণ-আন্দোলন। পরিস্থিতি সেই তুলনায় কিছুটা শান্ত হলেও সংকটের কোনো সমাধান হয়নি। দেশটিতে গত কয়েক মাস ধরেই জ্বালানি ও বিদ্যুৎ সংকট অব্যাহত রয়েছে। আল-জাজিরাকে রণিল বলেন, আমি দেখলাম দেশের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এটাতো আমারই দেশ। তাই ক্ষমতা গ্রহণ করলে সফল হবো কি হবো না তা ভাবার সময় ছিল না। আমি ক্ষমতা গ্রহণ করলাম এবং এখন আমি দেশকে সফল করতে কাজ করে যাবো। আমি এখন আত্মবিশ্বাসী যে, দেশের অর্থনীতির গতিপথ বদলে দিতে পারবো। তিনি আরও যুক্ত করেন, আমরা ভারতীয় ক্রেডিট লাইন এবং রেমিটেন্স থেকে পাওয়া ফরেন এক্সচেঞ্জ ব্যবহার করে তেল কিনছি। যদিও তা সামান্য কিন্তু তারপরেও কখনো এক বিলিয়ন কিংবা অর্ধেক বিলিয়ন ডলারের জ্বালানি আমদানি হচ্ছে। রিজার্ভের বাকি পুরোটাই ব্যয় হয়ে গেছে। জ্বালানি সংকট নিয়ে কিছুটা আশার কথাও শোনান শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতির জন্য এটি ছিল বড় ধাক্কা। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন