বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিপাকে জনসন, ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের পদত্যাগ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১১:৫৪ পিএম

যুক্তরাজ্যের মন্ত্রিসভার মন্ত্রী সাজিদ জাভিদ এবং ঋষি সুনাক মঙ্গলবার পদত্যাগ করেছেন। কারণ হিসাবে তারা জানিয়েছেন, তারা প্রধানমন্ত্রী বরিস জনসনের উপর আস্থা হারিয়েছেন।

ট্রেজারি প্রধান ঋষি সুনাক এবং স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ একে অপরের কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেছেন। জনসনের কাছে পদত্যাগপত্রে, স্বাস্থ্য সচিব জাভিদ বলেছিলেন ‘এটা আমার কাছে স্পষ্ট যে, আপনার নেতৃত্বে এই পরিস্থিতির পরিবর্তন হবে না -- এবং আপনি তাই আমার আস্থাও হারিয়েছেন।’ তিনি টুইটারেও একই পোস্ট করেছেন।

জনসন এমন অভিযোগের শিকার হয়েছেন যে, তিনি একজন আইনপ্রণেতা সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন যিনি যৌন অসদাচরণের দাবি সত্ত্বেও একজন সিনিয়র পদে নিয়োগ পেয়েছিলেন। সূত্র: ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন