শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরলোকে ফিদেল কাস্ত্রো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১১:৪৪ এএম | আপডেট : ১২:৩৪ পিএম, ২৬ নভেম্বর, ২০১৬

কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রো মারা গেছেন।
বাংলাদেশ সময় শনিবার সকালে ৯০ বছর বয়সে তিনি মারা যান বলে কিউবার রাষ্ট্রীয় টিভির এক ঘোষণায় বলা হয়েছে।

এএফপি জানায়, কিউবার বর্তমান প্রেসিডেন্ট ও ফিদেল কাস্ত্রোর ভাই রাউল কাস্ত্রো রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করেন, স্থানীয় সময় হাভানা সময় রাত ১০টা ২৯ মিনিটে কাস্ত্রো মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। স্থানীয় সময় শনিবার তাঁকে সমাহিত করা হবে।

সমাজতান্ত্রিক বিপ্লবে নেতৃত্ব দেওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার ক্ষমতা গ্রহণ করেন। কাস্ত্রোকে বহুবার হত্যার চেষ্টা করা হয়। স্বাস্থ্যগত কারণে ২০০৬ সাল থেকে কাস্ত্রোর জনসমক্ষে আসা কমতে থাকে। ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। অনেক দিন ধরেই কাস্ত্রোকে জনসমক্ষে কম দেখা যাচ্ছিল।

গত ১৩ আগস্ট ফিদেল কাস্ত্রোর ৯০তম জন্মদিন উদযাপন করে কিউবার জনগণ। সেই অনুষ্ঠানেও জনসমক্ষে আসেননি তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন