মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মৌলভিবাজার জেলায় বন্যাদুর্গত ও পানিবন্ধি মানুষের পাশে দাঁড়াল শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২২, ৫:০০ পিএম

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ (এসসিবি) এর পক্ষ থেকে গত সোমবার (৪ জুলাই) মৌলভিবাজার জেলার বন্যা কবলিত এলাকায় পানিবন্ধি মানুয়ের মাঝে বিতরণের লক্ষ্যে চাল, ডাল, তেল, চিড়া, গুড়, লবন, পানি, স্যালাইন ও মোমবাতি সম্বলিত ৫০০ (পাঁচশত) ব্যাগ খাদ্যদ্রব্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ হাসান এর নির্দেশক্রমে বড়লেখা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী এর নিকট হস্তান্তর করেন শিপার্স কাউন্সিলের সিনিয়র এক্সিকিউটিভ জনাব মোঃ ইস্তাফিজুর রহমান ও হিসাবরক্ষক জনাব হাফিজউদ্দিন আহমেদ। এ সময় উক্ত উপজেলার ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভুমি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় তাৎক্ষনিকভাবে বড়লেখা উপজেলার মদিকোনা গ্রামে কতিপয় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাদ্যদ্রব্যের ব্যাগ বিতরণ করা হয়।

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন